<meta property="og:image:width" content="300"/> <meta property="og:image:height" content="169"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি - Radio Mahananda

উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি

উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মুখে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য তার মিত্রদের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যায় এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। জেলেনস্কি বলেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের একত্রিত করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলকভাবে হামলা করতে পারতাম, যদি আমাদের যথেষ্ট দূরপাল্লায় আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র থাকত। কিয়েভের মিত্রদের উদ্দেশ্যে অভিযোগ করে তিনি বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয়দের ওপর হামলা শুরু করার জন্য অপেক্ষা করছে। তার পরে তার সিন্ধান্ত নেবে উত্তর কোরিয়ার বিষয়ে। এর আগে, গত ১৩ অক্টোবর থেকে জেলেনস্কি প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে সতর্ক করে আসছেন। পশ্চিমা মিত্ররা এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করলেও এখনো কোনো প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা ঘোষণা করেনি বা এমন পদক্ষেপের প্রস্তুতির কথা জানায়নি। দক্ষিণ কোরিয়া এই ইস্যুতে গোয়েন্দা সহায়তা এবং আরও বিস্তৃত সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।