উৎসব মুখোর পরিবেশে বিশ্ব বেতার দিবস পালিত

351

ক্রীড়াঙ্গনে বেতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশের ন্যায় উৎসব মুখোর পরিবেশে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। রাজশাহী বেতার ভবন চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক তৌহিদা চৌধুরী, রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। বক্তব্য শেষে রাজশাহী বেতারের সম্মেলন কক্ষে বেতার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বেতার শ্রোতা, কর্মী ও শুভাকাঙ্খিদের অংশগ্রহণে বিশ্ব বেতার দিবসের আয়োজনটি উৎসব মুখোর পরিবেশে শেষ হয়। রাজশাহীর অনুষ্ঠানে রেডিও মহানন্দার প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও প্রয়াসের জেষ্ঠ পরিচালক নাসের উদ্দীন সজল। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের মাধ্যমে বিশেষ অনুষ্ঠান সরাসরি সকাল ১০ টায় সম্প্রচার করে। এ ছাড়াও রেডিও মহানন্দা বেতার দিবস উপলক্ষে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান শুনবেন সন্ধ্যা ৭ টায়।