উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস। সোমবার এ শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস।
এ সময় রেইজ প্রকল্প থেকে কাজ শিখে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান দেয়া একজন উদ্যোক্তা ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ট্রেডের এমসিপি ও শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম দেখেন বিভূতি ভূষণ। এসময় তিনি তাদের লগবুক, ফার্স্ট এইড বক্সসহ হাজিরা খাতাও দেখেন।
পরিদর্শনকালে তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, এলএসইডি মারুফ হোসেন, প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম ও ইউনিট ব্যবস্থাপক সোহেল রানা।