উইম্বলডন ফাইনালে ফেদেরার

495

অষ্টম উইম্বলডন শিরোপার জন্য আর একটি জয় বাকি রজার ফেদেরারের। দারুণ লড়াইয়ের পর তমাস বের্দিচকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের এই তারকা। শুক্রবার সেমি-ফাইনালে একাদশ বাছাই বের্দিচ শুরুতে লড়াই জমিয়ে তোলেন। তবে প্রথম দুই সেট ৭-৬, ৭-৬ গেমে জিতে ম্যাচের লাগাম মুঠোয় নেন তৃতীয় বাছাই ফেদেরার। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি বের্দিচ। ৬-৪ গেমে জিতে একাদশ বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেন ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে খেলা হলো না বের্দিচের। ২০১০ সালে প্রথম উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। ২০১২ সালে সর্বশেষ উইম্বলডনের স্বাদ পাওয়া ৩৫ বছর বয়সী ফেদেরার আগামি রোববার শিরোপা লড়াই নামবেন মারিন সিলিচের বিপক্ষে। স্যাম কুয়েরিকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন ক্রোয়েশিয়ার সপ্তম বাছাই এই খেলোয়াড়।