ঈদের ৬ দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরের কার্যক্রম শুরু

212

ঈদ উল আযহা উপলক্ষে রহনপুর রেলবন্দরে দিয়ে ৬ দিন আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। আজ পুনরায় কার্যক্রম শুরু হয়েছে বলে রহনপুর রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা গেছে। আমদানিকৃত পাথরবোঝাই মালবাহী ট্রেনটি ভারতের শেষ ষ্টেশন সিঙ্গাবাদ হয়ে সকাল ১১টায় রহনপুর ষ্টেশন এসে পৌঁছে। এরআগে ঈদুল আযহা উপলক্ষ্যে দুই দেশের রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে ভারতের সাথে গত ৬ জুলাই  থেকে ১১ জুলাই পর্যন্ত ছয় দিন পণ্য আমদানি বাণিজ্য বন্ধ থাকে। রহনপুর রেলবন্দরের সিএন্ডএফ এজেন্টরা জানান, আজ সকালে পাথর বোঝাই একটি  ট্রেন ভারতের সিঙ্গাঁবাদ হয়ে রহনপুর ষ্টেশন এসে পৌঁছায়। পরে মাল খালাসের জন্য গন্তব্য স্টেশনগুলোতে চলে যাবে। রহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার-২ মামুনুর রশিদ জানান, ঈদের ছয়দিন ছুটি থাকার পর পূণরায় আজ থেকে এ রুটের কার্যক্রম চালুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।