ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

116

ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকাল ১১টায় প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু। সূচনা বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান। সভাপতিত্ব করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাত তাসনিম রাজ। বক্তারা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।