ইসলামপুরে ককটেল বিস্ফোরণ
সদর উপজেলার ইসলামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষ মুখোমুখী অবস্থান নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পূর্বের একটি ঘটনায় মামলার জের ধরে দুটি পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ঘটায়। কার সঙ্গে কার দ্বন্দ্ব? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন ঘটনাস্থলে যাচ্ছি, সবকিছু জেনে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।