ইরানে আকস্মিক বন্যায়, ২২ জনের মৃত্যু

113

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। খবর আল-জাজিরার। ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এখনও একজন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে যায় পরে সেসব গাড়ির ভেতর থেকে ৫৫ জনকে উদ্ধার করা হয়। গ্রীষ্মকালীন ছুটিতে স্থানীয়রা যখন নদী, হাওর ও উপত্যকা এলাকাগুলোতে ভ্রমণ করেছে ঠিক সেই সময়ে এ বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় ওই প্রদেশের গভর্নর  আজ দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন।