ইনলাইটেন্ড মোরাল অ্যাকাডেমির প্রীতি শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ইনলাইটেন্ট মোরাল অ্যাকাডেমির আয়োজনে শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির চত্বরে কোরআন পাঠের উদ্বোধন,কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যক্ষ মোহা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নূহ্। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পরিবারে বাবা মা বিশেষ করে মা, ছাত্র-ছাত্রী নিজে ও প্রতিষ্ঠানের সমন্বয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করা সম্ভব। এই যান্ত্রিক যুগে বেশি মেশিনারির ব্যবহার বিশেষ করে মোবাইলের ব্যবহার বাড়িতে বাবা-মাকে কমাতে হবে। সেই সাথে ছাত্র-ছাত্রীদের নিজে পরিশ্রম করে পড়াশোনায় বেশি আগ্রহী হতে হবে। পরিশ্রম করে যোগ্য প্রমাণ করতে হবে এবং মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় তথ্য জানতে নতুন কিছু শিখতে তারা যে সমস্যার সম্মুখীন হয় তা জানতে হবে। যে নিজেকে পৃথিবীতে পরিশ্রমের মাধ্যমে যোগ্য প্রমাণ করতে পেরেছে সে পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে। যারা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে না তারা একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার, চুনাখালি এনায়েতুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ইসাহক বিন আব্দুল গফুর বক্তব্য প্রদান করেন।