Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ইংল্যান্ডের শেষ ওয়ানডেতে নেই, অধিনায়ক এউইন মর্গ্যান

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ আমস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ডে নামছে ইংল্যান্ড। কিন্তু তাদের অধিনায়ক এউইন মর্গ্যান টস করতে নামেননি। তাকে ছাড়াই তৃতীয় ওয়ানডে খেলছে বিশ্ব চ্যাম্পিয়নরা।  কুচকির ইনজুরিতে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। ইংল্যান্ড এই সিরিজ দাপট দেখিয়ে এক ম্যাচ হাতে রেখে জিতলেও ফর্মে নেই অধিনায়ক মর্গ্যান। দুই ম্যাচেই মেরেছেন ডাক। তবে বাদ পড়তে হলো শেষ ম্যাচ থেকে। দীর্ঘদিনের পিঠ ও হাঁটুর সমস্যার পর কুচকির চোট পেয়েছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বলেছে, কুচকিতে টান অনুভব করায় পূর্বসতর্কতা হিসেবে মর্গ্যানকে দলের বাইরে রাখা হয়েছে। ইংল্যান্ডের পরের সাদা বলের ম্যাচ ৭ জুলাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেখানেই মর্গ্যানকে দেখার প্রত্যাশা।

Exit mobile version