ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে এ্যাশেজে ২–০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ব্রিসবেনে অনুষ্ঠিত দিবা–রাত্রির দ্বিতীয় এ্যাশেজ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভ স্মিথ গাস অ্যাটকিনসনের ওভারের শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ২ উইকেট হারায়।
এর আগে পার্থে দুই দিনের মধ্যেই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল অজিরা। ফলে এডিলেড, মেলবোর্ন ও সিডনির বাকি তিন টেস্টেও অস্ট্রেলিয়াই বড় ফেবারিট।
ম্যাচ নিয়ে স্মিথের প্রতিক্রিয়া
ম্যাচ শেষে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন,
“দারুণ একটি দিন ছিল। প্রথম দুই দিন কিছুটা লড়াই হয়েছিল। তবে লাইটের আলোতে নতুন বল হাতে নেওয়ার মুহূর্ত থেকেই ম্যাচ আমাদের দিকে চলে আসে। গোলাপি বলে খেলা কঠিন—প্রতি মুহূর্তে বলের আচরণ বদলায়, সেটির সঙ্গে মানিয়েই খেলতে হয়।”
ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং দুর্বলতা
ইংলিশ ব্যাটারদের মধ্যে প্রথম ইনিংসে জো রুট ও জ্যাক ক্রলি এবং দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও উইল জ্যাকস ছাড়া কেউই টিকতে পারেননি। গ্যাবার বাউন্সি উইকেটে বেশ কয়েকজন ব্যাটার বাজে শট খেলে আউট হয়েছেন।
ফিল্ডিংয়েও ভয়াবহ ব্যর্থ ইংল্যান্ড—প্রথম ইনিংসে ৫টি ক্যাচ মিস করে তারা। বিপরীতে অস্ট্রেলিয়া একটিও সুযোগ হাতছাড়া করেনি। বিশেষ করে জস ইংলিসের দুর্দান্ত রানআউটে স্টোকসকে ফেরানো ম্যাচের চিত্রই পাল্টে দেয়।
স্টোকস ম্যাচ শেষে বলেন,
“সম্পূর্ণ বিষয়ই হতাশার। ম্যাচটা অনেকটাই আমাদের হাতে ছিল—কিন্তু চাপ সামলাতে পারিনি।”
অস্ট্রেলিয়ার ১৭৭ রানের লিড
অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে দল তোলে ৫১১ রান, যা ইংল্যান্ডের ওপর ১৭৭ রানের লিড এনে দেয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেটে পড়ে আবারও বিপদে পড়ে। এই অবস্থায় স্টোকস–জ্যাকস জুটি ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন।
-
স্টোকস ২২৯ বলে ৫০
-
জ্যাকস ১৮৩ বলে ৪১
দুজনকেই শেষ পর্যন্ত ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার।
অস্ট্রেলিয়ার সহজ জয়
৬৫ রানের টার্গেটে অজিরা দলীয় ৩৭ রানে ট্রাভিস হেড এবং চার রান পর মার্নাস লাবুশেনকে হারায়। স্মিথ ও জেক ওয়েদারাল্ড ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন।
-
স্মিথ অপরাজিত ২৩
-
ওয়েদারাল্ড অপরাজিত ১৭
ম্যাচ সেরা স্টার্ক
দুই ইনিংসে মোট ৮ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
পরবর্তী ম্যাচ
এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, এডিলেডে।