আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বুধবারের জয়ের পর নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। সান মামেসে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেললেও ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চোটের ধরন জানতে শিগগিরই তার বিস্তারিত পরীক্ষা করা হবে। ম্যাচে প্রথম গোলটি আসে আর্নল্ডের নিখুঁত ক্রস-ফিল্ড পাস থেকে, যা থেকে লক্ষভেদের কাজটি সারেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক যখন নিজের সেরা প্রদর্শনীগুলোর একটি উপহার দিচ্ছিলেন ইংলিশ এই ডিফেন্ডার, তখনই ঘটে বিপত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বল দূরে পাঠানোর পরই পেশিতে টান অনুভব করে সাইডলাইনে দাঁড়ান তিনি। কিছুক্ষণ পরই তাকে তুলে নিয়ে নামানো হয় রাউল আসেন্সিওকে। মধ্যমাঠের এদুয়র্দো কামাভিঙ্গাকেও গোড়ালির সমস্যায় বদলি করে নিতে হয়, যদিও তার চোটকে তুলনামূলক কম গুরুতর বলেই মনে করছে ক্লাবের চিকিৎসক দল।