আর্জেন্টিনাকে ৮ গোলে উড়িয়ে দিল জাপান

58

আজ মিকুনি ওয়ার্ল্ড স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে ২ মিনিটের মাথায়ই আর্জেন্টিনার জালে বল জড়ায় জাপান। সেই থেকে শুরু, এরপর গুনে গুনে ৮ গোল দেয় জাপান। জোড়া গোল করেন জাপানি প্লে-মেকার ইউই হাসেগাওয়া এবং কিকো সেইকি।

পুরুষদের ফুটবলে আর্জেন্টিনা বেশ শক্তিশালী হলেও নারীদের ফুটবলে তেমন দাপুটে নয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপেও দেখা গেছে সেটি। জাপানের বিপক্ষে ৮-০ গোলে উড়ে গিয়ে নিজেদের দুর্বলতা আরও একবার জানান দিল আর্জেন্টিনার মেয়েরা। পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে জাপান শট নেয় ২৪টি। এর মধ্যে ১৪টি শটই ছিল অন টার্গেটে। আর দুর্বল আর্জেন্টিনা মোটে শট নিয়েছে ২টি। যার মধ্যে মাত্র ১টি ছিল অন টার্গেটে। মেয়েদের বিশ্বকাপে এখনো পর্যন্ত ১ বার শিরোপার দেখা পেয়েছে জাপান। সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেওে খেলেছে কোয়ার্টার ফাইনালে। অপরদিকে, এখনো পর্যন্ত বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনার মেয়েরা।