আমাজনের এক শহরে সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি
ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে ওই শহরটির বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বাস রয়েছে। এরমধ্যে শঙ্কা দেখা দিয়েছে ১ হাজার ২০০ মানুষের বাড়ি বিশাল সিঙ্কহোলে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। স্থানীয় সরকার জানিয়েছে, বুরিতিকুপু শহর দীর্ঘদিন ধরেই সিঙ্কহোল সমস্যার সম্মুখীন। তবে সাম্প্রতিক সময়ে সিঙ্কহোলগুলোর আকার বড় হয়ে আবাসিক এলাকাগুলোর দিকে এগোচ্ছে। শহরে ভবন ধসের ঘটনা বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।