আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি


পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি বার্তা দিলো দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে আবার অভিযান শুরু হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এখনো হাজার হাজার আফগান শরণার্থী বসবাস অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। অভিযোগ, এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেয়ার কথা জানায়নি কোনো দেশ। ফ এবার সেই শরণার্থীদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।