আফগানরা কাঁপছে মোস্তাফিজে

টানা দুই ওভারে ৩ উইকেট নিয়ে আফগানদের টপ অর্ডার ভেঙে দিয়েছেন মোস্তাফিজ। আফগানিস্তান শুরুতেই উইকেট হারালেও সতর্কতার সঙ্গে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন রহমত শাহ ও অভিষিক্ত সেদিকউল্লাহ অতল। বিশেষ করে ইমার্জিং এশিয়া কাপের প্রতিটি ম্যাচে ফিফটি হাঁকানো সেদিকউল্লাহ। অভিষেক ইনিংসের শুরুটাও দুর্দান্ত করেছিলেন সেদিকউল্লাহ। ৩০ বলে ২১ রানই তার প্রমাণ। তবে তার সাজানো-গোছানো ইনিংসটা বোলিংয়ে এসেই তছনছ করে দেন মোস্তাফিজুর রহমান। অবশ্য শুধু বাঁহাতি ব্যাটারের ইনিংসই নয়, পুরো আফগানদের ইনিংসই নষ্ট করে দেন কাটার মাস্টার খ্যাত ‘ফিজ’। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ৫ রানে আউট করে বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। পেসার তাসকিনের আঘাত রহমতকে নিয়ে সামলে নেওয়ার চেষ্টা করছিলেন সেদিকউল্লাহ। তবে দলীয় অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে দুজনের জুটি ভেঙে দেন মোস্তাফিজ। দলীয় ৩০ রানে নিজের দ্বিতীয় বলে রহমতকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ। পরে ওভারে জোড়া আঘাত করে আফগানদের টপ অর্ডারই ভেঙে দেন বাঁহাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারে সেদিকউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান ফিজ। ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে এখন ধুঁকছে আফগানরা। অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩৫ রানে ৪ ‍উইকেট হারায় তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের স্কোর ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৫৭ রান। দলের ধাক্কা সামলানোর চেষ্টা করছেন গুলবাদিন নাইব (১৪) ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী (১২)। ৪ ওভার শেষে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।