আন্দোলনের মুখে জ্বালানি কর প্রত্যাহারের সিদ্ধান্ত ফ্রান্সের

251

টানা কয়েক সপ্তাহ বিক্ষোভের মুখে জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যাচ্ছে ফরাসি সরকার। ফরাসি গণমাধ্যমের  বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। কর প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জরুরি পরিস্থিতি জারির বিষয়ে আলোচনা করা হতে পারে বলে আভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের প্রতিবাদে  মাঝামাঝি থেকে ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এই আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়োলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন। আন্দোলনকারীদের সহিংসতায় এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। এছাড়া দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ এবং বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের একটি অংশ বৈঠকে বসতে সম্মতও হয়েছিল। তবে আন্দোলন কারীদের চরমপন্থি অংশ হুমকি দিয়ে বলেছে, যারা সরকারের সঙ্গে বৈঠকে বসবে প্রয়োজনে তাদের খুন করা হবে। সমঝোতার পরিবর্তে আন্দোলনকারীরা এই বিক্ষোভকে সরকারবিরোধী বিক্ষোভে রূপ দিতে চাইছে।