আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত প্রথম সেমিফাইনাল আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল সরকারি কলেজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে। দিনের অপর সেমিফাইনাল খেলা নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনলে নবাবগঞ্জ সরকারি কলেজ ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হবে। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এই টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।