আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার ও সম্প্রসারণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পুরাতন কৃষি সরঞ্জামের বদলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপকারিতা ও সুবিধাগুলো তুলে ধরা হয়। কম পরিশ্রমে দ্রুততম সময়ে বিস্তীর্ণ এলাকা চাষাবাদের পাশাপাশি অধিক অর্থ আয়ের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আব্দুল হালিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহামুদসহ অন্যরা।