01713248557

আদিবাসীদের নিয়ে দেলবাড়ীতে কমিউনিটি সংলাপ 

চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।
কমিউনিটি সংলাপে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। আদিবাসী নেতারা জানান, বিভিন্ন সমস্যার মধ্যেই তাদের বসবাস করতে হয়। তাই দ্রুতই এগুলোর প্রতিকার দরকার।
আদিবাসীদের তুলে ধরা সমস্যার মধ্যে ছিল- অরক্ষিত শ্মশান ও শ্মশানের জায়গার স্বল্পতা, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক স্থাপন, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন, মন্দির সংস্কার, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠের ব্যবস্থা করা ইত্যাদি।
এই সময় প্রধান অতিথি সমস্যাগুলো লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন এবং এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইবুর রহমান, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দেলবাড়ী গ্রামের মোড়ল মাতিন হেমব্রম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।

উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
বৃহস্পতিবার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একই ধরনের কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হবে।
ফ্র্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা।
উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।