আধুনিক ও দ্রুতগতির বাহন মেট্রোরেলে চলাচলের জন্য আজ থেকে এমআরটি পাস কিনতে পারবেন যাত্রীরা। এজন্য ন্যূনতম ৫০০ টাকা খরচ করতে হবে একজন যাত্রীকে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে চলাচলের জন্য এমআরটি পাস দেয়া শুরু হবে।