আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন
অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নির্বাচনের দিনক্ষণ। আজ নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর হবে এবারের নির্বাচন। বাফুফে ভবনে সভা শেষে সালাউদ্দিন বলেন, ‘আজ আমাদের সভায় নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে আমরা নির্বাচন করছি। ‘
নির্বাচন পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগষ্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে। কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোটেল ভাড়া বৃদ্ধি হবে এবং আগস্ট হচ্ছে শোকের মাস। আর তাই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।
সালাউদ্দিন বলেন, ‘নারী বিশ্ব কাপের সময় নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে সংকট থাকবে। তখন হোটেল ভাড়া বেশি থাকবে। এছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে অনেক কাজ থাকে। আমাদের অনেক সদস্য পার্লামেন্টের মেম্বার। তারা সেই সময় ব্যস্ত থাকবেন। তাই আমরা ৩ অক্টোবরের পরিবর্তে ২৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ‘
এদিকে টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা, এমন প্রশ্ন উঠেছে এবার। তবে এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি এটা আপনাদের বলতে বাধ্য? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ‘