আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে বর্ষবরণ হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সারা পৃথিবীতেই নববর্ষে পটকা-আতশবাজি ফোটান হয়। তবে তারা নির্দিষ্ট স্থানে এ উৎসব করেন। আগামী বছর থেকে ঢাকায়ও বর্ষবরণ উৎসবের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে।। এ বছর পরিকল্পনা থাকলেও শেষ মুহুর্তে সেটা করা সম্ভব হয়নি। আজ থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুটি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লোয়মেন্ট। আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি৷ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ি এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। তারা যেকোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে।

এ সময় ডিএমপি কমিশনার থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি না ফোটানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তার এ আহ্বানে ঢাকাবাসী সাড়া দেবেন বলেও আশা করেন তিনি।