বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টায় আছে অনেকেই। এবার এ চেষ্টায় সরাসরি আঘাত হানলো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডি। জার্মানির বার্লিনে নিজেদের এক বিলবোর্ড প্রচারণায় টেসলার দিকে এই বিদ্রুপাত্মক আক্রমণ ঠেলে দিয়েছে আউডি, বলা হয়েছে বিজনেস ইনসাইডার এ। আউডির ফেইসবুক পেইজ থেকে পোস্ট করা ওই বিজ্ঞাপনে দেখা যায়, তারা নিজেদের আসন্ন বৈদ্যুতিক এসইইউভি গাড়িটির নাম দিয়েছে মাস্ক-হ্যাভ। ২০১৮ সালে এই গাড়ি আনার পরিকল্পনা করছে আউডি। টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক, তার নামেই এই গাড়ির নামকরণ বলেই ধারণা করা হচ্ছে। আউডি’র নতুন এই গাড়িটি টেসলার মডেল ওয়াই এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে বলা হচ্ছে। টেসলা চলতি বছরের শেষে এই গাড়ি উন্মোচনের পরিকল্পনা করছে। আউডির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই এসইউভি ৫০ মিনিটে চার্জ নিতে সক্ষম হবে। একবার চার্জ নিলে গাড়িটি তিনশ মাইলের বেশি যেতে পারবে বলেও আউডির দাবি।