01713248557

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার বুমরাহ

বিশ্বকাপে চমক দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ। ফাইনালে তার দাপুটে বোলিংয়ে বিশ্বকাপ জয়ের কাছে গিয়েও ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। যে কারণে আইসিসির জুনের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।  বিশ্বকাপে বুমরাহর মতো ভালো খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদের হারিয়ে সেরা হয়েছেন ভারতীয় পেসার। এছাড়া মেয়েদের ক্রিকেটে জুনের সেরা হয়েছেন স্মৃতি মান্দানা। টি-২০ বিশ্বকাপে বুমরাহ গড়ে ৮.২৬ রান দিয়ে ও ওভার প্রতি ৪.১৭ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। এবার পেলেন আরও এক পুরস্কার।  আইসিসির সেরা ক্রিকেটার হয়ে বুমরাহ বলেন, ‘জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা মাস কাটানোর পর এই পুরস্কার সত্যিই গর্বিত হওয়ার মতো। দল হিসেবে আমরা অনেক উদযাপন করেছি। এর সঙ্গে ব্যক্তিগত অর্জনে আমি দারুণ খুশি।’