আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন
আইপিএল মিনি-নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই চমকপ্রদ লেনদেনের মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন।

আজ আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করতে পারবে এবং সব মিলিয়ে নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।

নিলামের শুরুতেই ডাকা হয় অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপর দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় দলে ভেড়ায় অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারকে।

নিলামে অবিক্রিত থাকেন ভারতের পৃথ্বী শ। একইভাবে কোনো দল পাননি নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তবে এরপরই নিলামের চিত্র পাল্টে যায় ক্যামেরন গ্রিনের নাম উঠতেই।

২ কোটি টাকা ভিত্তিমূল্যের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। পরে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও লড়াইয়ে যোগ দেয়। দর দ্রুতই ছাড়িয়ে যায় ১০ কোটি টাকা। শেষ দিকে প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস, তবে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ার পর কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে মূল লড়াই চলে।

শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন তিনি।

এদিকে মিনি-নিলামের আগে প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে। সব মিলিয়ে এবারের আসরও আগের মতোই দুই মাসের কিছু বেশি সময় ধরে চলার সম্ভাবনা রয়েছে।