01713248557

আইপিএলে ‘রিটেইন’ হার্ড হিটার ক্লাসেনের মূল্য অবিশ্বাস্য

দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার হেনরিক ক্লাসেনকে আগামী আইপিএলের জন্যই রিটেইন করবে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৫ আইপিএলের জন্য শুধু ক্লাসেনই নয়, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকেও রিটেইন করবে গতবারের ফাইনালিস্টরা। তবে ক্লাসেনের জন্য হায়দরাবাদকে খরচ করতে হচ্ছে অবিশ্বাস্য মূল্য। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ২৩ কোটি রুপি ক্লাসেনের জন্য খরচ করবে হায়দরাবাদ। বলা হচ্ছে, কোনো রিটেইন খেলোয়াড়ের জন্য এর আগে এতোটা খরচ করেনি কোনো ফ্রাঞ্চাইজি। গত বছর তার মূল্য ছিল ৫ দশমিক ২৫ কোটি রুপি। এছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ১৮ কোটি রুপি এবং অভিষেক শর্মাকে ১৪ কোটি রুপি দেবে হায়দরাবাদ। ৩১ অক্টোবর রিটেইন লিস্ট চূড়ান্ত করে আইপিএল কর্তৃপক্ষকে পাঠাতে হবে ফ্রাঞ্চাইজিদের।