01713248557

 

অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁপাইনবাবগঞ্জে অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সলসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার মোট ২৫ জন অসচ্ছল সংস্কৃতি সেবীকে ১৫ হাজার ৬০০ টাকা করে মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য প্রতিমাসে তাদেরকে ১ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হয়। আজ বাৎসরিক হিসেবে তাদের এই সহায়তার চেক প্রদান করা হলো।