<রিপন আলি রকি>
তোমরা বীর তোমরা মহান
তোমাদের জানাই হাজারো সালাম,
ভুলিনি ভুলবোনা তোমাদের আমরা
ছায়ার মত রইবে মোদের পাশে তোমরা।
বাবার মুখে শুনি যখন
তোমাদের ভয়াবহ সেই চিত্র
রক্তের বিনিময়ে দিয়েছ
সুন্দর একটি মানচিত্র।
বিশ্বের বুকে মাথা উঁচু করে
দাঁড়িয়েছি আজ
দেখিয়েছো তোমরা পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ কাজ।
রক্তের অঢেল ঢলে বয়ে গেছে যত বান
তবুও তোমরা রেখেছ এই বাংলার মান,
সবুজ শ্যামলে ভরা কি সুন্দর দেশ
শহীদদের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ।