অ*নৈতি*ক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আ*গুন বিক্ষুব্ধ জনতার

গোমস্তাপুরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল রাত ৮টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘটে।
পরে তার বাড়ি-সংলগ্ন ছেলের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন একই ঘটনা ঘটায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এলাকাবাসী জানায়, আলমপুর গ্রামে এক নারী দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এলাকাবাসীর কোনো বাধা-নিষেধ মানতেন না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এরই প্রেক্ষিতে গতকাল রাতে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা পার্শ্ববর্তী তার ছেলের বাড়িতেও একই ঘটনা ঘটায়।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন, গতকাল রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই ইউনিয়নের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।